অনলাইনে আবেদনর নিয়ম:
১। প্রথমে বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ০১৭১৬৭৭০১৬৩ (পার্সোনাল) নম্বরে রেজিস্ট্রেশন ফি সেন্ডমানি করে সেটির স্কিনশট নিতে হবে যাতে বিকাশ নম্বর ও ট্রান্সেকশন আইডি (Transaction ID) দেখা যায়। (রেজিস্ট্রেশন ফি যথাক্রমে ৫ম শ্রেণির জন্য ১০০ টাকা ও অষ্টম শ্রেণির জন্য ১৫০ টাকা)
২। ”Registration Now” বাটনে ক্লিক করে আবেদন ফরমটি ওপেন করতে হবে।
৩। প্রতিটি ঘরে শিক্ষার্থীর সঠিক তথ্য বসিয়ে শিক্ষার্থীর ছবি আপলোড করে এবং বিকাশে পাঠানো সেন্ডমানির স্কিনশট আপলোড করে “Submit” বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।
বিঃদ্র: সরাসরি হটলাইনে (০১৭৪২৭৮৭৪৭৩) যোগাযোগ করে অনলাইনে আবেদন ও অন্যান্য তথ্য ও সেবা গ্রহণ করা যাবে। এছাড়া ও সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের ২টি ক্যাম্পাস (রায়নগর ও শাহপরাণ) এর ইনফরমেশন জোন হতে রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করে, পূরণকৃত ফরম ও নির্ধারিত ফি জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। এছাড়াও নিকটস্থ লাইব্রেরি থেকে ফরম সংগ্রহ করা যাবে।
© 2025 SICB. All Rights Reserved.